ABP Ananda LIVE: 'তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন আন্দোলনকারীরা' । 'শেষমুহূর্তে আত্মরক্ষায় বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে পুলিশ' । তালা ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের, ভিডিও দেখিয়ে দাবি লালবাজারের । 'ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা, শান্তভাবে আটকানোর চেষ্টা করেছিল পুলিশ' । কসবাকাণ্ডে বিক্ষোভকারীদের হাতে ১৩জন পুলিশকর্মী আহত: লালবাজারবিক্ষোভকারীদের ব্যারিকেড ভাঙার চেষ্টার ছবি দেখিয়ে দাবি পুলিশের । শিক্ষকরা ওখানে গিয়ে মারধর করবে, এটা প্রত্যাশিত ছিল না: CP । শিক্ষকদের হাতেই আক্রান্ত পুলিশ, দাবি পুলিশ কমিশনারের । 'পুলিশের উপর হামলা হলে কোন পুলিশ অ্যাকশন নেবে না?' । হামলাকারী SI-র পাশে দাঁড়িয়ে শিক্ষকদেরই নিশানা পুলিশের!